গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে স্বাস্থ্যবিধি মেনে মতবিনিময় করেছেন গোমস্তাপুর থানা পুলিশ। বুধবার দুপুরে গোমস্তাপুর থানা চত্তরে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন। এ সময় বক্তব্য রাখেন গোমস্তাপুর অটোরিকশা চালক সমিতির সাধারণ সম্পাদক নাশু, ট্রাক শ্রমিক নেতা আশরাফুল, বাদল, সাংবাদিক নাহিদ ইসলামসহ অন্যরা। মতবিনিময় সভায় স্বাস্থ্যবিধি মেনে পরিবহন পরিচালনার প্রতিশ্রুতি দেন পরিবহন শ্রমিক নেতারা।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।