বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক মাদ্রাসায় কেক না কেটে শিক্ষার্থীদের কেকের বদলে পাউরুটি দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ওই মাদ্রাসার সুপারসহ ২ জনকে আটক করেছে। আজ বুধবার উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বৈরতলা দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি দিলীপ কুমার দাস জানান, ওই মাদ্রাসায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করার সময় মাদ্রাসা কর্তৃপক্ষ কেক না কেটে শিক্ষার্থীদের পাউরুটি দেয়ার ঘটনাটি ওই মাদ্রাসার সহকারী শিক্ষক গোলাম কবীর তার ফেসবুক পেজে লাইভ প্রচার করার সময় স্থানীয়রা তা দেখতে পেয়ে
মাদ্রাসা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে। পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই মাদ্রাসার সুপার আব্দুস সালাম ও সহকারি শিক্ষক গোলাম কবিরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় জনসাধারণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধারা।
এস/আর