গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রহনপুর স্টেশন বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এর শুভ উদ্বোধন করা হয়। মঙ্গলবার সকালে রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এ পরিষ্কার পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয। সমিতির সভাপতি নাজমুল হুদা খান রুবেল এর সভাপতিত্বে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন যথাক্রমে উপজেলা নির্বাহি অফিসার মিজানুর রহমান ও রহনপুর পৌর মেয়র তারিক আহমদ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা
মাসুদ হোসেন, সমিতির সহ-সভাপতি সাজ্জাদ আলী, সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান বাবু সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে সকল ব্যবসায়ীকে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ডাস্টবিন রেখে সেখানে ময়লা ফেলার আহ্বান জানানো হয় এবং রহনপুর সহ সমগ্র উপজেলাবাসীকে পরিষ্কার পরিছন্নতা কার্যক্রমে অংশ নেয়ার অনুরোধ জানানো হয়। এছাড়া সবাইকে বর্তমান করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় নিয়মিত মাক্স ব্যবহার করার পরামর্শ দেয়া হয়।
এস/আর