গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন পর্যায়ে নির্বাচনী জনসভার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী জিয়াউর রহমানের নির্বাচনী জনসভা রবিবার বিকেলে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের হোগলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। গোমস্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জামাল উদ্দিন মন্ডল। চাঁপাইনবাবগঞ্জে-২ আসনের বর্তমান সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, বক্তব্য রাখেন ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাক্তার আশরাফুল
হক চুনু, নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদের, নাচোল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, প্রবীণ আওয়ামী লীগ নেতা হুমায়ুন রেজা, ডাক্তার আশরাফুল ইসলাম, মহিলা নেত্রী হালিমা বেগম, যুবলীগ নেতা সেরাজুল ইসলাম টাইগার, ছাত্রলীগ নেতা কাওসার আহমেদ সাগর, মুক্তাদির বিশ্বাস প্রমুখ। সভায় বক্তারা আগামী নির্বাচনে এলাকার প্রার্থী জিয়াউর রহমানকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
খবর ২৪ ঘন্টা/আর