গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় দুপক্ষ পৃথক পৃথক মামলা দায়ের করেছে। শুক্রবার সন্ধ্যায় গোমস্তাপুর থানায় বিবাদমান দুপক্ষের মধ্যে জালাল উদ্দিন ও অপরপক্ষের ইমরুলের ভাই রেজাউল করিম বাদী হয়ে মামলা দুটি করেন। মামলা দায়ের পর ঘটনাস্থল উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নসিবন্দীনগর(লালকোপরা) গ্রামে অভিযান চালিয়ে পুলিশ উভয় পক্ষের ৯ জনকে আটক করে।
মামলা তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক রনি কুমার দাস জানান, দুপক্ষের মামলায় এজাহারভূক্ত ৪০ জন আসামী থাকলেও অজ্ঞাত আরো আসামী রয়েছে। পলাতক অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য গত শুক্রবার দুপুরে ওই এলাকায় একটি বিরোধপূর্ণ জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়। । আহতদের মধ্যে গুরুত্বর ৫ জন রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
খবর২৪ঘন্টা/নই