গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের পৃথক দুটি অভিযানে দেড় কেজি গাঁজা ও ২৬ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার চৌডালা থেকে তিনজনকে ও উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রাম থেকে একজনকে আটক করা হয়। গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, রোববার দুপুরে চৌডালা ব্রীজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মনাকষা গ্রাম থেকে নওগাঁর নিয়ামতপুর গামী একটি সিএনজি অটোরিকশায় অভিযান চালিয়ে নওগাঁর
নিয়ামতপুর উপজেলার ভাওয়াল ঘাটি গ্রামের রাজেন্দ্র নাথ এর ছেলে তপন (২৫), একই গ্রামের শ্রী কৃষ্ণ দাসের ছেলে রুহিদাস (৩৫), একই উপজেলার বড়াইল গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোনাব্বের (২৮) কে দেড় কেজি গাঁজাসহ আটক করা হয়। এছাড়া উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের আজিজুল হকের ছেলে জাহিদুল ইসলাম (২৯) কে ২৬ পিস ইয়াবাসহ রোববার দুপুরে তার বাড়ী থেকে আটক করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থান থেকে তিনজন মাদকসেবীকে আটক করা হয়।
খবর ২৪ ঘণ্টা/আর