চাঁপাইনবাবগঞ্জ (গোমস্তাপুর) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সম্প্রতি দেশের অন্যান্য জেলা থেকে আসা ৬ব্যক্তি নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
শনিবার উপজেলার চৌডালা ইউনিয়নের বসনীটোলায় হোম কোয়ারেনন্টিনে থাকা ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি (ল্যাব) সুশান্ত কুমার দাসের নেতৃত্বে ৩ সদস্যের একটি নমুনা সংগ্রহকারী টিম তাদের নমুনা সংগ্রহ করে জেলা সদরের মাধ্যমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষাগারে প্রেরণ করে।
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সারোয়ার জাহান জানান, স্থানীয় সংবাদের ভিত্তিতে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে এ যাবত উপজেলায় ২০ জনের নমুনা সংগ্রহ করা হলো। তবে পূর্বে নমুনা সংগ্রহ করা ৫জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
খবর২৪ঘন্টা/বিআ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।