গোমস্তাপুর (চাপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আত্মহত্যার চেষ্টার ৫ দিনপর মারা গেলেন এক গৃহবধূ ।বৃহস্পতিবার রাতে তার স্বামীর বাড়ি উপজেলার রাধানগর ইউনিয়নের দামইল গ্রাম থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গোমস্তাপুর থানার ওসি (তদন্ত) শামিম হোসেন জানান, ওই গ্রামের ইউসুফ আলী স্ত্রী সুলতানা (১৮) গত শনিবার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন
তাকে বিভিন্ন স্থানে চিকিৎসা প্রদান করে। এদিকে গত বৃহস্পতিবার রাতে অসুস্থ অবস্থায় সে বাড়িতে মারা যায়। সংবাদ পেয়ে পুলিশ বৃহস্পতিবার রাতে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ শুক্রবার ওই গৃহবধূর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সে বেশ কিছুদিন যাবত মানসিক সমস্যায় ভ’গছিল বলে পরিবারের লোকজন জানায়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
আর/এস