1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চলছে মাত্র ৫ জন চিকিৎসক দিয়ে - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৯ জানয়ারী ২০২৫, ০৩:১২ অপরাহ্ন

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চলছে মাত্র ৫ জন চিকিৎসক দিয়ে

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে মাত্র ৫ জন চিকিৎসক দিয়ে উপজেলা স্বাস্থ্য সেবা কোন রকমে চালানো হচ্ছে। ৫০ শয্যার এ হাসপাতালটিতে ১৭ জন চিকিৎসকের স্থলে টিএইচও সহ ৭ জন চিকিৎসক থাকলেও টিএইচও মহোদয় প্রশাসনিক বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। এর মধ্যে একজন চিকিৎসক শিক্ষা কালীন ছুটিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এখন কোন রকমে ৫ জন চিকিৎসক দিয়ে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে। অথচ মাত্র কয়েক মাসের ব্যবধানে এ হাসপাতাল থেকে ৩ জন চিকিৎসক শিক্ষা কালীন ছুটিতে ও ১ জন চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে বদলি হয়ে যাওয়ায় এ চিকিৎসক সংকট দেখা

দিয়েছে। এছাড়া ৫ জন চিকিৎসকের মধ্যে জরুরী বিভাগে ১ জন ও আন্তঃ বিভাগে ১ জন চিকিৎসক সর্বদা ব্যস্ত থাকায় বর্হিঃ বিভাগ ৩ জন চিকিৎসক দিয়ে চালানো হচ্ছে। তবে অধিকাংশ সময় বর্হিঃ বিভাগে চিকিৎসকদের পাওয়া যায় না। ফলে মেডিকেল এ্যাসিসটেন্ট দিয়ে বর্হিঃ বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হয়। এতে প্রতিদিন বর্হিঃ বিভাগে আসা শতশত রোগী এমবিবিএস চিকিৎসকের অভাবে প্রকৃত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। বুধবার বর্হিঃ বিভাগ সরজমিন পরিদর্শন করে দেখা গেছে সেখানে একজন চিকিৎসকও পাওয়া যায়নি। ডিউটি রোস্টার অনুযায়ী বুধবার একজন চিকিৎসকের বর্হিঃ বিভাগের দায়িত্ব থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাসিম আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকেও অনুপস্থিত পাওয়া যায়।

পরে জানা যায় তিনি প্রশাসনিক কাজে উপজেলা পরিষদে ছিলেন। এদিকে হাসপাতালের আবাসিক চিকিৎসক সালাউদ্দিন আহম্মদের সঙ্গে বর্হিঃ বিভাগে চিকিৎসক অনুপস্থিতির কারন সম্পর্কে জানতে চাইলে তিনি টিএইচও মহোদয়ের সাথে যোগাযোগের পরামর্শ দেন। পরে তিনি খোঁজ নিয়ে জানান, বুধবার সংশ্লিষ্ট চিকিৎসক ছুটিতে থাকায় বর্হিঃ বিভাগ চিকিৎসক শূন্য ছিল। এ ছাড়া উপজেলার ৩টি উপ-স্বাস্থ্য কেন্দ্র দীর্ঘদিন যাবত চিকিৎসক শূন্য অবস্থায় রয়েছে।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST