খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: গোপালগঞ্জে গোলাম মাওলা রনি (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে শহরতলীর ফকিরকান্দি লেকপাড়ে এ ঘটনা ঘটে। নিহত গোলাম মাওলা রনি সদর উপজেলার ফকিরকান্দি গ্রামের মান্নান কাজির ছেলে।
গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, দুপুরে স্থানীয় লোকজন গোলাম মাওলা রনিকে রক্তাক্ত অবস্থায় ফকিরকান্দি লেকপাড়ে পড়ে থাকতে দেখে। গুরুতর আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, রনির বিরুদ্ধে সদর থানায় মাদক, চুরি ও মারামারি সংশ্লিষ্ট মোট ১০টি মামলা রয়েছে। তবে কি কারণে হত্যার ঘটনাটি ঘটেছে তা এখনই বলা যাচ্ছে না। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
খবর২৪ঘন্টা/নই