1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
গোপালগঞ্জে পিকআপ চাপায় এক শিক্ষার্থী নিহত - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:০১ অপরাহ্ন

গোপালগঞ্জে পিকআপ চাপায় এক শিক্ষার্থী নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: গোপালগঞ্জ  সদর উপজেলার ঘোনাপাড়া বাসস্ট্যান্ডে পিকআপ ভ্যান চাপায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাতে ঢাকা-খুলনা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম চম্পা মন্ডল। সে ওই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি খুলনা জেলার দাকোপ উপজেলার ডালিয়াখালী গ্রামের সুদেব মন্ডলের মেয়ে।

এদিকে শিক্ষার্থীর নিহতের খবর ক্যাম্পাসে এসে পৌঁছালে রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়ায় বেরিকেড দিয়ে অবরোধ কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা।
ফলে মহাসড়কে যানবহন চলাচল বন্ধ হয়ে গিয়ে চরম যানজটের সৃষ্টি হয়। শত শত যানবহন মহাসড়কের উপর ঘণ্টার পর ঘণ্টা দাড়িয়ে থাকতে দেখা যায়। মধ্যরাত পর্যন্ত মহসড়কে যানবহন চলাচল বন্ধ ছিল।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহাবুবুল আলম জানিয়েছেন, শনিবার সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয় এলাকার ঘোনাপাড়া মোড়ে বাজার করতে গিয়ে ছিলেন চম্পা মন্ডল।
কেনাকাটা শেষে বিশ্ববিদ্যালয় এলাকার মেসে ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির পিকআপভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা বলেন, নিহত শিক্ষার্থীর লাশ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে রয়েছে। তার অভিভাবক আসলে তাদের ইচ্ছা অনুযায়ী পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেয়া হবে। ঘাতক পিকআপ ও তার চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST