খবর২৪ঘণ্টা ডেস্ক: নির্বাচনের আগে পুলিশ ও প্রশাসনের কিছু কর্মকর্তার গোপন বৈঠকের খবরকে মিথ্যা আখ্যাদিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচির রুহুল কবির রিজভীর বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানো হয়েছে। তার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন প্রশাসনের সংশ্লিষ্ট ওই কর্মকর্তারা।
রুহুল কবির রিজভী শনিবার সংবাদ সম্মেলনে সরকারের কয়েকজন সচিবের সঙ্গে গত ২০ নভেম্বর অফিসার্স ক্লাবে পুলিশের ‘গোপন বৈঠকের তথ্য’ দিয়েছিলেন। তবে এ তথ্য মিথ্যা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে মামলা
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার, জনপ্রশাসন সচিব ফয়েজ আহমেদ, ইসি সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন রিজভী।
নোটিশে বলা হয়েছে, নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে আপনার বিরুদ্ধে দেওয়ানী ও ফৌজদারি মামলা করতে বাধ্য হবো।
খবর২৪ঘণ্টা, জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।