গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে শরিফুল ইসলাম (১৮) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) ভোরে পদ্মা গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নে পিরিজপুর এলাকার পদ্মানদী হতে লাশটি উদ্ধার করেন স্থানীয় জেলেরা। সে ভাটুপাড়া ভাটাপাড়ার গ্রামের রবিউল ইসলামের ছেলে।
জানা যায়, রোববার রাতে পদ্মায় নদীতে দুলাভায়ের সাথে মাছ ধরতে যান শরিফুলসহ তিনজন জেলে। রাতে নৌকায় জাল আটকে গেলে জাল ছাড়াতে নৌকা থেকে নামেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অনেক চেষ্টা করেও রাতে আর তাকে পাওয়া যায়নি।
সোমবার সকালে পিরিজপুর এলাকায় নদীতে তার লাশ ভাসতে দেখে স্থানীয় জেলেরা উদ্ধার করেন।
পরে গোদাগাড়ী মডেল থানা কে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যান।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) নৃত্যপদ দাস বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।