গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে ১ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ মো. ইউসুফ আলী কালু নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) সদস্যরা।
শনিবার (৫ মে) র্যাব-৫ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এএম আশরাফুল ইসলাম বলেন, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ কালুকে আটক করা হয়। তিনি একজন মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ