গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে দেশীমদ প্রস্তুত ও সেবনের অপরাধে ৪ জনকে আটক করেছে র্যাব-৫।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে র্যাব-৫ এর সিপিএসপি এর একটি অভিযান দল গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সমন্বয়ে গোদাগাড়ী থানার বাবু ডাইংপাড়া এলাকায় মাদক বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দেশীমদ প্রস্তুত ও সেবনের অপরাধে ০৪ জন কে গ্রেফতার করে।
আককৃতরা হলো গোদাগাড়ী থানার সর্দল গ্রামের লতিফুরের ছেলে বাবুল মিয়া ( ৩৮), শান্তিপাড়া গ্রামের মৃত রশিদের ছেলে মদন কটি (৪২), নবাবগঞ্জ হরিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে রফিকুল (৩৬) ও কুলিপাড়া গ্রামের মৃত এন্তাজের ছেলে মুন্টু মিয়া (৩১)। তাদের প্রত্যেককে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। কারাদন্ড প্রাপ্ত আসামীদেরকে রাজশাহী জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও ঘটনাস্থল হতে উদ্ধারকৃত ৪০,০০০(চল্লিশ হাজার) লিটার দেশীমদ, দেশীমদ প্রস্তুত ও সংরক্ষনের সরাঞ্জামাদী ধ্বংস করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ