রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমাণ চোলাই মদসহ ২ ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটককৃতরা হলেন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর দুর্গা হঠাৎপাড়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে হান্নান আলী (৪৫) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দারিয়াপুর গ্রামের মৃত আবু বক্কর এর ছেলে খাইরুল ইসলাম (৪৫)।
র্যাব জানায়, ,র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন দূর্গা গুসিরা গ্রামস্থ মাছিপুকুর নামক স্থানে বিপুল পরিমাণ চোলাই মদ উৎপাদন হচ্ছে। বিষয়টি জানতে পেরে র্যাব দেশীয় তৈরী চোলাইমদ ৫০০ লিটারসহ তাদের হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করে।
এস/আর