গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে গিয়ে অন্তত ২৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। শনিবার বিকেল সোয়া ৫ টার দিকে উপজেলার কাদিপুর জামাদারনি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে রাজশাহী থেকে মহানন্দা এক্সপ্রেস নামক একটি যাত্রীবাহী বাস সোনা মসজিদের দিকে যাচ্ছিল। পথে জামাদারনি মোড় এলাকায় পৌছালে বাসটির সামনের চাকা বিকট শব্দে পাংচার হয়ে যায়। পরে নিয়ন্ত্রন হারিয়ে বাসটি বাম পাশের খাদে পড়ে যায়।
এ সময় বাসটিতে প্রায় অর্ধাশতাধিক যাত্রী ছিল বলে জানান স্থানীয়রা। তবে আহত হয়েছেন অন্তত ২৫ জন যাত্রী।পরে স্থানীয়রা দ্রুত সেখানে পৌছে যাত্রীদের উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এর মধ্যে বাসের হেলপার রফিকুল ইসলামের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিপজুর আলম মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনার কথ শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। যাত্রীদের ফেরত পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ