নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী গোদাগাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ হেফাজতে আবু বক্কর নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করে রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ বলেন, পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় তিন সদস্য বিশিষ্ট
তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে, রাজশাহী জেলা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী। অন্য দু’জন হলেন, গোদাগাড়ী সার্কেলের সিনিয়র এএসপি একরামুল হক ও জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মির্জা আব্দুস সালাম। দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গতকাল বুধবার রাতে পুলিশ হেফাজতে কাকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রে আবু বক্কর নামের এক ব্যক্তির মৃত্যু হয়।
খবর২৪ঘণ্টা/এমকে