গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত ও আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কামারপাড়ার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মধ্যে একজনের পরিচয় যাওয়া গেছে। তিনি উপজেলার কুঠি গ্রামের আতাউর রহমান টিটুর ছেলে বাসচালক মারুফ হোসেন (৩০)।
এ ব্যাপারে গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক আলতাব হোসেন জানান, আহতদের উদ্ধার করে স্থানীয় ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ