গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সিরিঞ্জের ভিতর ক্যামিকেল জাতীয় এসিড ঢুকিয়ে এক ছাত্রীর মুখে ছুড়ে দিয়ে মুখ মন্ডল ক্ষত-বিক্ষত করে দিয়েছে বখাটেরা।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার পাকড়ী ইউনিয়নের বড় বাউটিয়া নারয়নপুর গ্রামে এই ঘটনা ঘটে।
সে ওই গ্রামের সেলিম রেজার মেয়ে মাদ্রাসা শিক্ষার্থী সুমা খাতুন (১৫)।সে বাউটিয়া ইসলামিয়া মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী।
কাকনহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল লফিত জানান, রাতে পরিবারের লোকজনের সাথে টিভি দেখছিলেন সুমা খাতুন। রাত সাড়ে ১০ টার দিকে রাস্তা দিয়ে কিছু বখাটে যুবক যাওয়ার সময় জানালা দিয়ে ইনজেকশনের সিরিঞ্জে ঢুকানো ক্যামিকেল জাতীয় এসিড ছুড়ে পালিয়ে যায়। তৎক্ষণাত চিনতে ও ধরতে পারেনি তাদের। পরে তাকে আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সে বর্তমানে রামেকে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ পরিদর্শক আব্দুল লফিত সুমাকে আমরা জিজ্ঞাসাবাদ করে জেনেছি, তার মোবাইল নং এ প্রায় ১ বছর আগে হতে প্রেম প্র্রস্তাব ও জ্বালাতন করে আসছিলো। মাঝে মধ্যে বাড়ীর বাইরে বের হতে বলতো। কিন্তু সে সাড়া দিতো না। এর চেয়ে আর বেশী কিছু জানাননি ওই মেয়টি।
তিনি আরো জানান, মেয়েটির দুই গালে কালো কালসিড়া পড়েছে তেমন গুরুতর নয়।
এবিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মামলা প্রক্রীয়াধীন বলে জানান।
খবর২৪ঘন্টা/নই