গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে গরুর ট্রাক উল্টে কবির ঘোষ কবু (৩৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে। সে চাঁপায় নবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার সাদেক ঘোষের ছেলে।
পুলিশ সূত্রেজানাায় সোমবার বিকেল ৫ টার দিকে নাঁচোল হতে একটি ট্রাক গরু নিয়ে গোদাগাড়ীর দিকে আসছিলো। ট্রাকটি উপজেলার সাফিনা পার্ক ঘুন্টিঘর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ট্রাকে থাকা গরু ব্যবসায়ী কবির ঘোষ কবুসহ দুইটি গরু ঘটনাস্থলেই মারা।
গোদাগাড়ী মডেল থানার এসআই আব্দুল খালেক বলেন, ট্রাকটি উদ্ধারের কাজ চলছে। লাশটি আইনি বিষয় ঠিক রেখে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান।
খবর২৪ঘণ্টা.কম/জেএন