গোদাগাড়ী প্রতিনিধি:
২০২২ সালের মধ্যে দেশ হতে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে রাজশাহী জেলায় ব্যাপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম ২০১৯ গোদাগাড়ী উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেমতলী সভাকক্ষে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইসহাক। আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেসবাহুল ইসলাম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদক কর্মকর্তা ডা. সুব্রত কুমার সরকার, ভেটেনরি সার্জন ডা. সম্পা রানী দাস, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।অবহিত করণ সভায় জানানো হয়, ২০১০ ইং সালের পূর্বে প্রতি বছর দুই হাজারেরও অধিক লোক জলাতঙ্কে মারা যেত। এদর শতকরা ৯৫-৯৯ ভাগ ক্ষেত্রে কুকুরের মাধ্যমে জলাতঙ্ক
ছড়িয়ে থাকে। বাংলাদেশে কুকুরের সংখ্যা আনুমানিক ১২-১৫ লক্ষ। প্রতিবছর ২-৩ লক্ষ লোক কুকুরের কামড়ের শিকার হয়। কুকুর মামড়ের আধুনিক ব্যবস্থাপনা , ব্যাপক হারের কুকুরকে জলাতঙ্ক প্রতিেেষধক টিকাদান এবং কুকুরের পরিকল্পিত সংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে বাংলাদেশে জলাতঙ্ক নিমর্ূূলের লক্ষ্যে একটি কর্মকৌশল বাস্তবায়ন করা হচ্ছে। এরই আতওায় গোদাগাড়ী উপজেলার দুইটি পৌরসভা , ৯ টি ইউনিয়নে আগামি ৯ ফেব্রুয়ারী হতে ১৩ ফেব্রয়ারী পর্যন্ত জলাতঙ্ক রোগ প্রতিরোধের জন্য কুকুরের টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। পৌরসভা এলাকায় ৩ টি টিম ও প্রতিটি ইউনিয়নে দুটি করে টিম কাজ করবে। প্রতিটি টিমে ৫ জন্য সদস্য নিয়োজিত থাকবে। এ সকল কার্যক্রম উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা,ভেটেনারি সার্জন, ফিল্ড এসিস্টান্ট এই কার্যক্রমের সহায়তা প্রদান করবেন।
খবর ২৪ ঘণ্টা/আর