গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে ইভটিজিং এর অপরাধে পুলিশের হাতে আটক আইনাল হোসেন (২৭) ও তুষার আহম্মেদ (২৬) নামে দুই যুবকে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আইনাল হোসেন মহিশালবাড়ী এলাকার দেলাবুর হোসেনের ছেলে ও তুষার একই এলাকার আব্দুল মালেকের ছেলে। বৃহস্পতিবার বিকেল ৫ টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী মাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিমুল আকতার। পুলিশ জানায়, উপজেলার মহিষালবাড়ী দারুল উলুম মহিলা ফাজিল মাদ্রাসার দুই শিক্ষার্থীকে প্রায়ই উত্যক্ত করতো আইনাল ও তুষার। বৃহস্পতিবার
দুপুর ১ টায় সময় ঐ ছাত্রীকে উত্তক্ত করায় স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় তাকে আটক করা হয়।
পরে মডেল থানার এএসআই শামিম হোসেন অভিযুক্ত আইনাল ও তুষারকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। পরে বিচারক তাদের ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেলা কারাগারে পাঠিয়ে দেয়। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, কোন স্কুল কলেজের শিক্ষার্থী আসা যাওয়ার পথে ইভটিজিং এর শিকার হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
আর./এস