গোদাগাড়ী প্রতিনিধি : গত বৃহস্পতিবার বিকেলে গোদাগাড়ী উপজেলার নির্মলচর থেকে ধরে নিয়ে যাওয়া প্রেমতলী কাঁঠাল বাড়িয়া গ্রামের জেলে আব্দুর রহিম (৫৫) ও ওমট আলী (৩২) কে ফেরত দিয়েছে ভারতীয় বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার হাবিলদার মোঃ ফরিদ হোসেন ও ভারতের টিকনার চর বিএসএফ ক্যাম্পের কমান্ডার রাম কুমার এই পতাকা বৈঠকের নেতৃত্ব প্রদান করেন সীমান্ত রক্ষী বাহিনী
বিএসএফ। শুক্রবার বিকেলে বাংলাদেশ সীমান্ত ভাটোপাড়া এলাকার ৪৭/৭ পিলারের নিকট পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়। বাংলাদেশের প্রেমতলী । এই সময় মাটিকাটা ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য নয়ম আলী উপস্থিত ছিলেন।
আর/এস