রাজশাহীর গোদাগাড়ী উপজেলার থানার ডাইনপাড়া এলাকায় অভিযান চালিয়ে চোলাইমদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার দিবাগত রাত ১ টার দিকে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলো মানুয়েল সরেন (৪১) ও সনাতন হেমব্রম (৩৩)। দুজনেরই বাড়ি গোদাগাড়ী ডাইনপাড়া গ্রামে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল শনিবার রাত ১টার দিকে গোদাগাড়ীর ডাইন পাড়া গ্রামস্থ মানুয়েল সরেনের বাড়িতে অভিযান চালায়।
এসময় র্যাব মানুয়েল সরেনের বাড়ির চতুর দিকে ঘেরাও করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করে র্যাব। পরে ওই বাড়িতে তল্লাশী চালিয়ে ৬০৩ লিটার চোলাইমদ উদ্ধার হয়।
আটককৃতদের গোদাগাড়ী থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিএ/