নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা দেওয়ানপাড়া পদ্মার চর থেকে রফিকুল ইসলাম নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে গোদাগাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। রফিকুল উপজেলার চর কোদালকাটি গ্রামের ফজলুর রহমান মৌলবির ছেলে। এ তথ্য নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি খায়রুল ইসলাম
জানান, রোববার সকালে পদ্মার চরে স্থানীয়রা একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। রিপোর্ট হাতে পেলে ওই যুবকের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।