খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: রাজধানীর গুলশানের অ্যাপেল থাই স্পা সেন্টারে অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ১৬ জন নারী।
রবিবার দিবাগত রাতে গুলশান-২ এর ১০৫ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, স্পা সেন্টারটিতে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সী নারীদের একত্রিত করে দেহ ব্যবসা পরিচালনা, যৌন নিপীড়নমূলক কাজ চলে আসছিল। এমন অভিযোগে রাত সাড়ে আটটার দিকে সেখানে অভিযান চালানো হয়। আটক করা হয় ১২ নারী ও ১৬ জন পুরুষকে।
জানা যায়, অভিযানে স্পার নামে সেন্টারটিতে অসামাজিক কাজ করার প্রমাণ পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি। পরে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. ওলিয়ার রহমান গ্রেপ্তারদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা করেছেন।
খবর২৪ঘন্টা/নই