খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা জরুরি বৈঠকে বসেছেন। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সন্ধ্যায় এ বৈঠক শুরু হয়। এতে ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন।
বৈঠকে উপস্থিত রয়েছেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আবদুল হালিম, জাতীয় পার্টির (জেপি) মোস্তফা জামাল হায়দার, খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, ন্যাপের চেয়ারম্যান মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, জাগপা সাধারণ সভাপতি রেহানা প্রধান, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মুনি, লেবার পার্টির (একাংশ) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জমিয়তে ওলামা ইসলামের মহিউদ্দিন ইকরাম, অন্য অংশ এমদাদুল হক চৌধুরী, সাম্যবাদী দলের সাঈদ আহমেদ ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির মঞ্জুর হোসেন ঈসা উপস্থিত রয়েছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ