নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবুর নিজস্ব অর্থায়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ ৭শত অসহায় দুস্থ্যদের মাঝে সেমাই, চিনি, আতব চাউল, ছায়াবিন তেল এবং প্যাকেট দুধ বিতরণ করেন সংসদ সদস্য অধ্যাপক অব্দুল কুদ্দুস। বুধবার সকাল ইউনিয়ন পরিষদ চত্বরে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবুর
সভাপতিত্বে অন্যনোর মধ্যে বত্তব্য রাখেন সাবেক নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক অব্দুল রাজ্জাক বিশ্বাস, নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন মন্ডল, ‘এসো কাজ করি’ সংস্থ্যার সাবেক নির্বাহী পরিচালক ফেরদৌস আলমসহ আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ