নিজস্ব প্রতিবেদক: করোনা আতঙ্কের মধ্যে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমনে আতংক সৃষ্টি করছেন তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে এবং হবে বলে জানিয়েছে র্যাব-৫। বুধবার দুপুরে র্যাব-৫ এর অফিসিয়াল ফেসবুক পেজে এ কথা লেখা হয়েছে। ফেসবুক স্ট্যাটাসে বলা হয়, করোনা আতঙ্কের মধ্যে রাজশাহী ও এর আশপাশের
জেলাগুলোতে কুচক্রীমহল বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে, যেমন বাসায় বাসায় যেয়ে ফ্রিজ ভাঙা, ফেসবুকে মেসেজ শেয়ারে ডাটা ফ্রি দেয়া ইত্যাদি। সেখানে বলা হচ্ছে করোনার কারণে ফ্রিজে কাঁচা মাছ/মাংস রাখলে বাড়ি গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ফ্রিজ ভেঙে দিচ্ছে। আবার, দোকানপাট বন্ধ থাকায় ফ্লেক্সিলোড বন্ধ হয়ে যাবে। এ কারণে গ্রামীণফোন এই মেসেজটি ৩০ জনকে শেয়ার করলে ১০ জিবি ফ্রি ডাটা দিচ্ছে।
র্যাব-৫ এর পক্ষ থেকে জনসাধারণকে জানানো যাচ্ছে যে, আইনশৃঙ্খলা বাহিনী বা গ্রামীনফোন এ ধরণের কোন পদক্ষেপ নেয়নি।
এ বিষয়গুলো র্যাবের নিয়মিত নজরদারিতে আছে এবং যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমনে আতংক সৃষ্টি করছেন তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে এবং হবে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।