খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বিল্লাল ওরফে বিলু হত্যা মামলায় ১৩ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুর সোয়া ১২টার দিকে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ আদেশ দেন।
গাজীপুর আদালতের অতিরিক্ত পিপি মো. মকবুল হোসেন কাজল বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার সময় দ-প্রাপ্ত সাত আসামি আদালত উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক রয়েছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।