খবর ২৪ঘণ্টা ডেস্ক: গাজীপুরে ব্যবসায়ী মিলন ভূইয়া হত্যা মামলায় ৭ জনকে ফাঁসি এবং একজনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া, মামলায় দুইজনকে অব্যাহতি দেয়া হয়েছে।
আজ সোমবার সকালে গাজীপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় দেন। রায় ঘোষণার সময় ৭ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রাজীব হোসেন ওরফে রাজু, মোহাম্মদ কাইয়ুম, মোহাম্মদ রাজীব হোসেন, মোহাম্মদ ফারুক হোসেন. মোহাম্মদ শফিকুল ইসলাম ওরফে পারভেজ, মোহাম্মদ আলী হোসেন ওরফে হোসেন আলী, মোহাম্মদ আলী ওরফে ছোট আলী। এদের মধ্যে কয়েকজন পলাতক রয়েছেন।
পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- মো. মাসুম ওরফে মামা মাসুম।
খালাসপ্রাপ্তরা হলেন- মো. এনামুল হক ও শামসুল হক। ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় ভাওয়াল জাতীয় উদ্যানের গেটের ২০০ গজের উত্তর-পশ্চিমে রাজেন্দ্রপুর এলাকায় মিলন ভূইয়াকে হত্যা করা হয়। তিনি সেন্টারিংয়ের মালামাল ভাড়া দেয়ার ব্যবসা করতেন। এ ব্যাপারে মিলনের মামা আক্তার হোসেন জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাতে মিলন ভূঁইয়া গাজীপুর সদর উপজেলার লক্ষ্মীপুরা পূর্ব চান্দনা এলাকার রড-সিমেন্ট বিক্রয়কারী প্রতিষ্ঠান সজীব শাকিল বিল্ডার্সের স্বত্বাধিকারী। ব্যবসায়িক লেনদেনের কারণে তাঁকে খুন করা হয়।
খবর ২৪ঘণ্টা/ নই