1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
গাইবান্ধায় ছুরিকাঘাতে ইউপি সদস্য খুন - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৪২ অপরাহ্ন

গাইবান্ধায় ছুরিকাঘাতে ইউপি সদস্য খুন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ সেপটেম্বর, ২০২৩

গাইবান্ধার পলাশবাড়ীতে বাগবিতণ্ডা থামাতে গিয়ে যুবকের ছুরিকাঘাতে বাদশা মিয়া (৫০) নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য নিহত হয়েছেন। এ সময় স্বপন মিয়া (৩৩) ও সবুজ মিয়া (৩৫) নামে দুই সহোদর গুরুতর আহত হন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের পূর্ব নয়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া বেতকাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।

এলাকাবাসী জানান, এলাকায় রাতে চুরি বেড়ে যাওয়ায় স্থানীয় কয়েকজন যুবককে প্রহরী নিয়োগ করা হয়। ওই প্রহরীরা এলাকায় ঘোষণা করেন যে, বিনা প্রয়োজনে রাত ১০টার পর বাড়ির বাইরে কাউকে অবস্থান করতে দেওয়া হবে না। এরই ধারাবাহিকতায় সোমবার রাত ১২টার পর একই গ্রামের মোসলেম আকন্দ ভোলার ছেলে পাপুল আকন্দের পথরোধ করেন প্রহরী খায়রুল। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

বিষয়টি জানার পর তাদের থামাতে এগিয়ে আসেন ইউপি সদস্য বাদশাসহ অন্যরা। এতে ক্ষুব্ধ হয়ে পাপুল তার হাতে থাকা ছুরি দিয়ে বাদশা মিয়াসহ পাশের কয়েকজনকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান। বাদশা ও দুই সহোদর গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ইউপি সদস্য বাদশা মিয়াকে মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরীর বিদ্যুৎ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, ছুরিকাঘাতে ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত পাপুলকে গ্রেপ্তারে অভিযান চলছে।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST