স্বাস্থ্যবিধি মেনে ও অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহন চালুর দাবিতে সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে বিক্ষোভ করেছে গণপরিবহন শ্রমিকরা। আজ রোববার বেলা এগারটার দিকে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন গন পরিবহন শ্রমিকরা।
বিক্ষোভ থেকে শ্রমিকরা জানান, তারা স্বাস্থ্যবিধি মেনে ও অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহন চালুর দাবি জানাচ্ছেন। কারণ দীর্ঘদিন ধরে গণপরিবহন বন্ধ থাকায় তারা মানবেতর জীবনযাপন করছেন। এ জন্য তারা সরকারের প্রতি গণপরিবহন চালুসহ তিন দফা দাবি জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে । বিক্ষোভকালে বাস শ্রমিকরা উপস্থিত ছিলেন।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।