নিজস্ব প্রতিবেদক :
মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সহধর্মীনী রেবেকা সুলতানা সিমি বুধবার বিকেল ২৪নং ওয়ার্ডে গণসংযোগ করেন। তিনি অত্র ওয়ার্ডের কেদুর মোড়, রামচন্দ্রপুর, বাসার রোড, ও বউ বাজার সহ এলাকার বিভিন্ন গলির ভিতরে বাসা বাড়ি ও ব্যবসায়ীদের যেয়ে নারী পুরুষের নিকট ধানের শীষের জন্য দোয়া ও ভোট প্রার্থনা করেন। বুলবুল পত্নী সিমিকে কাছে পেয়ে এলাকায় সাধারণ ভোটার ও নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। সাধারণ জনগণ ও ভোটারগণ তাঁকে শুভেচ্ছা জানান এবং ধানের শীষে ভোটের জন্য তাঁর সঙ্গে গণসংযোগ করেন।
এ সময়ে সিমি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় উন্নয়ন গণতন্ত্র পুণরুদ্ধার ও রক্ষায় ধানের শীষের কোন বিকল্প নাই। ধানের শীষ হচ্ছে উন্নয়নের প্রতীক। এই প্রতীক স্বাধীনতার প্রতীক। বর্তমান সরকার বাংলাদেশের স্বাধীনতা ও সার্বোভৌমত্ব বিনষ্ট করে ফেলেছে। দেশের গণতন্ত্র ধ্বংস করে ফেলেছে। দেশের মানুষের একণ কোন প্রকার স্বাধীনতা নাই। আওয়ামী লীগ দেশটাকে বাকশালী কায়দায় পরিচালনা করছে। এই সরকার দুর্নীতি করে দেশের অর্থনৈতিক অবস্থা পঙ্গু করে ফেলেছে। দেশকে মাদকের রাষ্ট্রে পরিণত করেছে।
অবৈধ সরকারের কবল থেকে দেশকে রক্ষা করতে হলে এবং গণতন্ত্র পূণরুদ্ধার করতে হলে ধানের শীষের বিকল্প নাই। সিমি বলেন, সরকার দলীয় মেয়র প্রার্থী প্রতিহিংসা করে রাজশাহীর উন্নয়ন পিছিয়ে দিয়েছে। এছাড়াও নগরবাসীকে করের বোঝা চাপিয়ে দিয়ে এবং চাকরী দেওয়ার নামে তিনি কোটি কোটি টাকা লোপাট করেছেন। আবারো রাজশাহী নগরীকে পিছিয়ে দেওয়ার নাম করে এবং বদলানোর ধুয়া তুলে নগরবাসীকে ধোকা দিচ্ছে বলে তিনি জানান। নগরীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ধানের শীষের কোন বিকল্প নাই উল্লেখ করে আসছে ৩০ তারিখ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণকে অনুরোধ করেন তিনি।
অত্র ওয়ার্ডের ভোটারগণ ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়ার মুক্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। এসময়ে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভানেত্রী রোকসানা বেগম টুকটুকি, ২৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবু তালহা মিলন, সাধারণ সম্পাদক জাকের আলী শান্তি, সাংগঠনিক সম্পাদক বরজাহান আলী ও সহ-সভাপতি রোজ সহ অন্যান্য নারী নেত্রী ও শত শত নারী কর্মী এবং ভোটারগণ।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।