1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
খাশোগি হত্যাকাণ্ডে ন্যায়বিচার হয়নি: তুরস্ক - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১ জানয়ারী ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন

খাশোগি হত্যাকাণ্ডে ন্যায়বিচার হয়নি: তুরস্ক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক: ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকারীদের বিরুদ্ধে আদালত সোমবার যে রায় দিয়েছে সৌদি আরব, তাতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি বলে অভিযোগ তুলেছে তুরস্ক।

তুরস্কের মাটিতে সংঘটিত চাঞ্চল্যকর এ হত্যা মামলার স্বচ্ছ বিচার দাবি করেছে আঙ্কারা।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক সমাজ আশা করেছিল, আদালতের রায়ে খাশোগি হত্যাকাণ্ডের স্বরূপ উন্মোচিত হবে প্রকৃত ঘাতকদের বিচার হবে; কিন্তু বাস্তবে তা হয়নি।বিবৃতিতে বলা হয়, খাশোগির লাশের ভাগ্যে কি ঘটেছে তা এখনো পরিষ্কার নয় এবং এ বিষয়টি প্রকাশ না করে সৌদি আদালত দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।

সোমবার সৌদি আরবের একটি আদালত খাশোগি হত্যা মামলার রায় দিয়েছে এবং রায়ে যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের শীর্ষ পর্যায়ের সহযোগী সাউদ আল-কাহতানিসহ দু জন শীর্ষ পর্যায়ের ব্যক্তিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

গত বছরের ২ অক্টোবর জামাল খাশোগি তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কনস্যুলেট কিছু জরুরি কাগজপত্র আনতে গিয়েছিলেন। কিন্তু সেখানে তাকে সৌদি আরব থেকে যাওয়া একটি ঘাতক দল হত্যা করে এবং তার লাশ নিশ্চিহ্ন করে ফেলে। সৌদি আরব বিষয়টি প্রথমদিকে অস্বীকার করলেও তুরস্কের নানামুখী চাপে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার এবং পরবর্তীতে হত্যাকাণ্ডের সাথে জড়িত বেশ কয়েকজনকে আটক করে।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST