1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
খালেদার চিকিৎসায় সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেইঃ স্বরাষ্ট্রমন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জানয়ারী ২০২৫, ০৪:৫ পূর্বাহ্ন

খালেদার চিকিৎসায় সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেইঃ স্বরাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশের সময় : রবিবার, ১০ জুন, ২০১৮

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক৭৩ বছর বয়সী খালেদা জিয়া চার মাস আগে কারাগারে যাওয়ার পর থেকে তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে তার দল বিএনপি। বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। গত ৫ জুন খালেদার ‘মাথা ঘুরে’ পড়ে যাওয়ার খবর শোনার পর তাদের উদ্বেগ বাড়ে এবং দলীয় নেত্রীর চিকিৎসার বিষয়ে সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তোলেন তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার শতভাগ আন্তরিক।”
স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

কখন নেওয়া হচ্ছে- জানতে চাইলে তিনি বলেন, “ওনার ব্যক্তিগত ও কারা চিকিৎসকেরা কিছু পরীক্ষা-নিরীক্ষার কথা জানিয়েছেন, আমরা ব্যবস্থা করেছি। তাকে বিএসএমএমইউতে পরীক্ষা করানো হবে।

“আমরা দুপুরের নেওয়ার পরামর্শ দিয়েছিলাম কিন্তু ঠিক কখন খালেদা জিয়াকে পরীক্ষার জন্য নেওয়া হবে, তা আইজি প্রিজন্স নির্ধারণ করবেন।”
শনিবার খালেদা জিয়ার ব্যক্তিগত চার চিকিৎসক কারাগারে দেখে এসে বলেছিলেন, বিএনপি চেয়ারপারসনের ‘মাইল্ড স্ট্রোক’ হয়েছে বলে তাদের ধারণা।

এবিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তার মাইল্ড স্ট্রোকের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার পর বোঝা যাবে।”
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি তাকে বেসরকারি ইউনাইটেড হাসপাতালে ভর্তির সুপারিশ করে আসছে।
তা উপেক্ষা করে বিএসএমএমইউতে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এখানে বড়-বড় চিকিৎসক ও গবেষকরা রয়েছেন। আর উনার ব্যক্তিগত চিকিৎসকেরা তো রয়েছেনই, সুতরাং এখানেই চিকিৎসা হবে।”

এরপর অন্য কোনো সিদ্ধান্ত নিতে হলে তা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হবে বলে জানান তিনি।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST