নিজস্ব প্রতিবেদক :
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সাজা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক রায় প্রদানের প্রতিবাদে রাজশাহী মহানগরীতে মানববন্ধন করেছে বিএনপি। সোমবার বেলা ১১টার দিকে নগরীর মালোপাড়াস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী সিটি মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন সওকত, নগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন প্রমূখ। মানবববন্ধন থেকে দ্রুত তাদের সাজা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। বক্তারা আরো বলেন, নির্বাচন থেকে দুরে রাখতেই এ রায় দেওয়া হয়েছে। মানববন্ধনে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিএনপির অন্যান্য কর্মসূচীর মতো এদিনও পুলিশি ব্যারিকেডের মধ্যে মানববন্ধন করা হয়। এ সময় পুলিশ দুই দিকে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখে।
খবর২৪ঘণ্টা/এমকে