সংবাদ বিজ্ঞপ্তি :
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি’র নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় রাজনৈতিক প্রতিহিংসা মূলক ফরমায়েশি আদালতের রায়ের প্রতিবাদে এবং গণতন্ত্রের অতন্ত্র প্রহরী দেশমাতা বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবীতে শক্রবার বেলা ১১টায় বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী মালোপাড়া বিএনপি কার্যালয়ের সামনে রাজশাহী মহানগর বিএনপি’র আয়োজনে সমাবেশ সভাপতিত্ব করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা বিএনপি’র সভাপতি সাইদুর রহামন পিন্টু, রাজপাড়া থানা বিএনপি’র সভাপতি শওকত আলী, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, মতিহার থানা বিএনপি’র সভাপতি
আনসার আলী ও শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বোয়ালিয়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, মতিহার থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন, মহানগর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হক মন্টু, ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি গোলাম নবী গোলাপ, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ওয়াজির, ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি বজলুর রহমান কচি।এছাড়াও মহানগর যুবদলের সাবেক সভাপতি ওয়ালিউল হক রানা, জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, মহানগর তাঁতী দলের সভাপতি আরিফুল শেখ বনি, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান টুকু, জেলা যুবদলের সহ-সভাপতি সুলতান আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান ভুট্টো, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক বীন খালেদ, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাশেম শেখ ও ধর্ম বিষয়ক সম্পাদক মেরাজ।
আরো উপস্থিত ছিলেন মহানগর মহিলা দলের যুগ্ম আহবায়ক অধ্যাপিকা সখিনা খাতুন, নুরুন্নাহার বেগম, সামসুন্নাহার, জরিনা ও গুলশান আরা মমতা, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক আকবার আলী জ্যাকি, নাহিন আহম্মেদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরেফিন কনকসহ বিএনপি, অঙ্গ ও সহেযাগি সংগঠনের সংগঠনিক ৩৫টি ওয়ার্ডের নেতাকর্মী। প্রধান অতিথির বক্তব্যে মিনু বলেন, দেশের জনগণ এখন মহাবিপদের মধ্যে জীবন অতিবাহিত করছে। দেশে আইনের শাসন না থাকায় বেঁচে থাকার কোন নিশ্চয়তা পাচ্ছেনা মানুষ। গত ৩০ ডিসেম্বর সরকার একতরফা নির্বাচন করে ভোটের রায় নিজেদের পক্ষে নিয়েছেন। দেশের মানুষ এই নির্বাচন মানেনা এবং ১৬ কোটি মানুষ এই নির্বাচন প্রত্যাখান করেছে। দেশের গণতন্ত্র পুণরুদ্ধারের জন্য অনতিবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আন্দোলন গড়ে তোলা হবে বলে তিনি বক্তব্যে উল্লেখ করেন। সেইসাথে দ্রুত বেগম জিয়াসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবী জানান মিনু।
খবর ২৪ ঘণ্টা/আর