নিজস্ব প্রতিবেদক :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী জেলা বিএনপি। সোমবার বেলা ১১টার দিকে নগরীর অলোকার মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সভাপতি এ্যাড. তোফাজ্জল হোসেন তপু, নগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
মানববন্ধন থেকে অল্প সময়ের মধ্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানানো হয় এবং নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। তা না করা হলো আন্দোলনের মাধ্যমে সরকারের পতন করে তার মুক্তি নিশ্চিত করা হবে বলেও বক্তব্য দেন বক্তারা।
খবর ২৪ঘণ্টা/এমকে