বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করছে ছাত্রদল।
শনিবার (৪ ডিসেম্বর) সকালে ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শুরু হয় এ বিক্ষোভ সমাবেশ।
সমাবেশে ছাত্রদল নেতাকমীরা খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিভিন্ন রকমের শ্লোগান দিয়ে যাচ্ছেন।
বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে প্রেস ক্লাব ও পল্টন এলাকার আশপাশে সতর্ক অবস্থান রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে উপস্থিত হয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, মামুন হাসান, জাকির হোসেন জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।
বিএ/