বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর আবেদনের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের অভিমত সম্বলিত নথি আইন ও বিভাগের সচিবের দফতর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
রোববার (৯ মে) সকালে আইন ও বিচার বিভাগের সচিবের দফতর থেকে এ সংক্রান্ত ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। আইন সচিব গোলাম সারওয়ার সাংবাদিকদের জানান, সকাল ১০টায় তার একান্ত সচিবরে মাধ্যমে স্বরাষ্ট্র সচিবের কাছে ফাইলটি পাঠানো হয়েছে।
তবে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর বিষয়ে আইনমন্ত্রী তার অভিমতে কি জানিয়েছেন, সে বিষয়ে কিছু জানাননি সচিব। দণ্ড স্থগিত করে সাময়িক মুক্তিতে থাকা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে তার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করা হয়। এ বিষয়ে মতামত দিতে সেই আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
৭৬ বছর বয়সী খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর ঢাকার এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন।
জেএন