খবর২৪ঘণ্টা ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিচারের ক্ষেত্রে নিরপেক্ষ ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের আহ্বান পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ।
শুক্রবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক বছর ধরে সাবেক এই প্রধানমন্ত্রীর কারাগারে আটক থাকা প্রসঙ্গে জাতিসংঘের তরফে এমন অভিমত ব্যক্ত করেন মহাসচিব আন্থোনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক। প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশি সাংবাদিক জানতে চান- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক বছর ধরে কারান্তরীণ রয়েছেন।
খালেদা জিয়ার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের অবস্থান কী?’ জবাবে ফারহান হক বলেন, ‘বিষয়টিতে জাতিসংঘের অবস্থান খুবই স্পষ্ট। আপনি অবগত আছেন যে, আমরা বারবার এ বিষয়ে বলেছি- এ ক্ষেত্রে (খালেদা জিয়ার বিচার প্রক্রিয়া) আইনের নিরপেক্ষ ও যথাযথ সব রকমের প্রয়োগ দেখতে চায় জাতিসংঘ। এটাই আমাদের আহ্বান। এবং এ বিষয়ে আমাদের আহ্বান অব্যাহত রাখবো।’
খবর২৪ঘণ্টা, জেএন