খবর২৪ঘণ্টা, ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও মো. ইকবাল কবিরের দ্বৈত বেঞ্চ থেকে সাবেক প্রধানমন্ত্রীর ভোটের ব্যাপারে এই বিভক্ত আদেশ আসে।
এর মধ্যে জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে তা গ্রহণ করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়ার পক্ষে মত দেন। আর মো. ইকবাল কবির এর বিপক্ষে অবস্থান জানান।
খবর২৪ঘণ্টা.কম/জন