খবর ২৪ঘণ্টা ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ২৪ ঘণ্টার মধ্যে হাসপাতালে নেয়ার আহ্বান জানিয়েছেন তাঁর আইনজীবীরা। কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে আজ সন্ধ্যায় আইনজীবীরা সাংবাদিকদের মাধ্যমে সরকার এ অনুরোধ জানান। কারাগার থেকে বের হয়ে আইনজীবীরা জানান, খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তাঁর জরুরি চিকিৎসা প্রয়োজন।
কারাগার থেকে বের হয়ে এডভোকেট জয়নুল আবেদিন বলেন, খালেদা জিয়া বাম হাত নাড়াতে পারছেন না, তার পা ফুলে গেছে, চোখে সমস্যা, এ অবস্থায় তাকে চিকিৎসা করানো জরুরি।
এর আগে, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাত করতে পুরাতন ঢাকার কোন্দ্রীয় কারাগারে যান তার চার সিনিয়র আইনজীবী। আজ বিকাল ৩ টা ৪০ মিনিটের দিকে তারা কারাগারে পৌঁছে সাক্ষাতের অনুমতি চান। সাক্ষাতে যাওয়া আইনজীবীরা হলেন – বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার জমিরউদ্দীন সরকার, খালেদা জিয়ার আইনজীবী এজে মোহাম্মদ আলী, আব্দুর রেজ্জাক খান ও জয়নুল আবেদিন। এর আগে সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করবে বিএনপি। তার সঙ্গে সাক্ষাতের অনুমতিও চাওয়া হবে।
খবর ২৪ঘণ্টা/ নই