নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও করেছে বিএনপি। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে নগর বিএনপি’র মালোপাড়া বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। আরো বক্তব্য রাখেন, নগর বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের
সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাধারণ সম্পাদক মাহফুজ রহমান রিটন, নগর ছাত্রদলের সভাপতি -সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের নেতাকর্মী এবং নগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি জানান ও পেয়াজ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ফিরিয়ে নিয়ে আসার দাবি জানান। এদিকে, বিএনপি নেতাকর্মীদের অভিযোগ পুলিশ তাদের বাধা দিয়েছে দাদার মতো তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
আর/এস