1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
খালেদা জিয়াকে নিয়ে সংবাদ সম্মেলনে যা বললেন মির্জা ফখরুল - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ অপরাহ্ন

খালেদা জিয়াকে নিয়ে সংবাদ সম্মেলনে যা বললেন মির্জা ফখরুল

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ সেপটেম্বর, ২০২৩

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সবচেয়ে বেশি যিনি ভূমিকা রেখেছেন, তিনি বেগম খালেদা জিয়া। ইতোমধ্যে আপনারা খবর পেয়েছেন তিনি ক্রিটিক্যাল অবস্থায় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি ছিলেন।

তবে আজ কিছুটা ভালো আছেন গতকালের তুলনায়। তবে মেডিকেল বোর্ড বলছে, তার চিকিৎসার জন্য অ্যাডভান্সড হাসপাতালের প্রয়োজন।
কিন্তু বাংলাদেশে এমন হাসপাতাল নেই।

খালেদা জিয়ার কিছু হলে এর দায়ভার সম্পূর্ণ সরকারকে নিতে হবে হলে মন্তব্য করে তিনি বলেন, আমরা বার বার সরকারকে বলছি সরকার যেন বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠায়।

চিকিৎসার অভাবে বেগম জিয়ার যদি কিছু হয়, তাহলে এর দায়ভার সম্পূর্ণভাবে সরকারকে নিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি প্রমুখ।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST