গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকের ধাক্কায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে রহনপুর -গোমস্তাপুর সড়কের শিমুলতলায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বোগলা কাঁঠাল গ্রামের কুড়ান আলী ছেলে মজিবুর রহমান (৪০) তিনি অবসর প্রাপ্ত সেনা সদস্য বলে জানাগেছে। গোমস্তাপুর থানার এস আই শাহ আলম জানান, সোমবার সকালে
গোমস্তাপুর থেকে রহনপুর গামী একটি মাছ ভর্তি পাওয়ার টিলার কে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে পাওয়ার টিলারে থাকা ওই সেনা সদস্য রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হয়। রহনপুর ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে রহনপুর হাসপাতালে নিয়ে আসে। পরিবারের কোন দাবী না থাকায় নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।এদিকে সড়ক দুর্ঘটনায় ওই সেনা সদস্য নিহত হওয়ায় এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
খবর২৪ঘণ্টা, জেএন