খবর২৪ঘন্টা আর্ন্তজাতিক ডেস্কঃ
চীনের একটি কয়লাখনিতে সুড়ঙ্গ ধসের ঘটনায় প্রাণ হারিয়েছে দুই শ্রমিক। এ ছাড়া সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েছে ১৮ জন। পাথরের ফাটল থেকে কয়লা খনির সুড়ঙ্গের দেওয়াল ধসে পড়ায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
খনিটি চীনের পূর্বদিকের প্রদেশ শানদংয়ের ইউনচেং কাউন্টিতে অবস্থিত। ‘লংগিউন কোল মাইনিং কোম্পানি’ খনিটিতে পানি বের হওয়ার একটি সুড়ঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। এতে সুড়ঙ্গের ভেতরে আটকা পড়েন ২০ জন শ্রমিক। এদের মধ্যে প্রাণ হারান দু’জন। এদের মধ্যে একজনকে উদ্ধার করা গিয়েছিল। কিন্তু তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
খবর২৪ঘন্টা / সিহাব