খবর২৪ঘণ্টা,আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সঙ্গে সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ নিয়ে রাশিয়ার চুক্তি হচ্ছে বলে নিশ্চিত করেছে ক্রেমলিন।
বৃহস্পতিবার (০৪ অক্টোবর) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরে যাবেন। এ সফরেই ওই চুক্তি সই হবে।
চুক্তির মূল্যমান হবে ৫৪৩ কোটি ডলার। গত মাসে ভারতের সর্বোচ্চ নিরাপত্তা কর্তৃপক্ষ এ চুক্তির বিষয়টি অনুমোদন করেছে।
পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক শীর্ষ সহযোগী ইউরি উশাকভ জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট ৪ অক্টোবর ভারত সফর করবেন। এ সময় মস্কো ও নয়াদিল্লি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে চুক্তি করবে।’
তিনি জানান, ভারত এস-৪০০ এর মোট ৫টি ইউনিট নেবে। উশাকভ জানান, পুতিনের এ সফরের প্রধান এজেন্ডা থাকবে এস-৪০০ বিষয়ক চুক্তি।
ভারত ও রাশিয়ার মধ্যে এস-৪০০ বিষয়ক চুক্তির বিরোধিতা করছে আমেরিকা। আগস্ট মাসে পেন্টাগনের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বলেছেন, রাশিয়া থেকে এস-৪০০ কিনলে ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ওয়াশিংটন।
জেএন